মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ
Madhaiya Muktijodda Smriti College
নাওতলা, মাধাইয়া, চান্দিনা, কুমিল্লা।
খবর

আমাদের লক্ষ্য ও বৈশিষ্ট্য

আমাদের লক্ষ্যঃ
* জাতির জন্য সুশিক্ষা।
* রাজনীতি ও নকলমুক্ত শিক্ষা।
* সৎ, সাহসী ও যোগ্য দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করা।
* যাবতীয় সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে আপোসহীন মনোভাব গড়ে তোলা।
* নিজেদের গৌরবজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা প্রদান।
* স্ব-স্ব ধর্মীয় বিধি-বিধান পালনে উৎসাহিত করা।

আমাদের বৈশিষ্ট্য :
* ইউ.এন.ও অফিস সংলগ্ন্র নিরাপদ, খোলামেলা ও মনোরম পরিবেশ।
* চমৎকার লোকেশনে সুপরিচিত আধুনিক ক্যাম্পাস।
* উত্তম শিক্ষাগত যোগ্যতার অধিকারী এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী।
* ছাত্রীদের জন্য পৃথক ক্লাসের ব্যবস্থা।
* সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা।
* ক্যাম্পাসের অতি সন্নিকটে সুনিয়ন্ত্রিত ও নিরাপদ ছাত্র-ছাত্রী হোস্টেল।
* আবাসিক শিক্ষার্থীদের জন্য নিয়মিত সান্ধ্যকালীন কোচিং এর ব্যবস্থা।
* মাসিক ও সেমিস্টার পরীক্ষার ব্যবস্থা।
* শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে এস.এম.এস / ফোন/ মোবাইলের মাধ্যমে অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ।
* সাধারণ জ্ঞান/ আবৃত্তি/ বিতর্ক/ সংগীত / খেলাধুলা প্রভৃতি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে দক্ষতা অর্জনের কর্মসূচী।
* প্রয়োজনে নির্ধারিত ছুটি হ্রাস করে অতিরিক্ত ক্লাশের ব্যবস্থা।